ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাবি সিনেট নির্বাচনে নীল দলের জয়জয়কার

প্রকাশিত: ২৩:৩০, ২৫ মে ২০২২

ঢাবি সিনেট নির্বাচনে নীল দলের জয়জয়কার

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল থেকে ৩২ জন এবং বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল থেকে তিনজন প্রার্থী জয়ী হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে শুরু হওয়া নির্বাচনে ভোট দেন বিশ্ববিদ্যালয়ের প্রায় সহ¯্র্রাধিক শিক্ষক। গণনা শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মমতাজ উদ্দীন আহমেদ। সাদা দল থেকে নির্বাচিত শিক্ষক প্রতিনিধিরা হলেন, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. এ বি এম ওবাইদুল ইসলাম ও অধ্যাপক ড. মামুন আহমেদ। এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া। তিনি পেয়েছেন ৯১২ ভোট। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত আছেন। নীল দল থেকে নির্বাচিত অধ্যাপকরা হলেন, আ ক ম জামাল উদ্দীন, আবু জাফর মোঃ শফিউল আলম ভূঁইয়া, আবদুল বাছির, আবদুল্লাহ আল মাহমুদ, ইসতিয়াক মঈন সৈয়দ, এ কে এম মাহবুব হাসান, এস এম আবদুর রহমান, কে এম সাইফুল ইসলাম খান, চন্দ্রনাথ পোদ্দার, জিনাত হুদা, তৌহিদা রশিদ, নিসার হোসেন, ফিরোজ আহমেদ, ফিরোজা ইয়াসমীন, মিহির লাল সাহা, মুহাম্মদ আবদুর রশীদ, মুহাম্মাদ আবদুল মঈন, মোহাম্মদ ফিরোজ জামান, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোঃ আবদুর রহিম, আবদুস ছামাদ, মোঃ জিল্লুর রহমান, মোঃ জিয়াউর রহমান, মোঃ নিজামুল হক ভূঁইয়া, মোঃ মাসুদুর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, লাফিফা জামাল, সিকদার মনোয়ার মুর্শেদ ওরফে সৌরভ সিকদার, সীমা জামান এবং হাফিজ মুহম্মদ হাসান বাবু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে সর্বমোট ১০৫ জন সদস্যের মধ্যে ৩৫টি পদ রয়েছে শিক্ষক প্রতিনিধিদের জন্য। সর্বশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত শিক্ষক প্রতিনিধি নির্বাচনেও আওয়ামী পন্থী শিক্ষকদের আধিপত্য ছিল।
×