ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বীরাঙ্গনা ছাড়া আর কেউ আবেদন করতে পারবে না

প্রকাশিত: ০০:৫৭, ২৩ মে ২০২২

বীরাঙ্গনা ছাড়া আর কেউ আবেদন করতে পারবে না

স্টাফ রিপোর্টার ॥ এখন থেকে আর কেউ মুক্তিযোদ্ধার গ্যাজেটভুক্তির আবেদন করতে পারবে না। শুধু মাত্র নারী মুক্তিযোদ্ধারা (বীরাঙ্গনা) ছাড়া আরও কোন ক্যাটাগরির আবেদন গ্রহণ করবে না সরকার। তবে যে সব আবেদন এরই মধ্যে গৃহীত হয়েছে এবং যাচাই-বাছাই বা আপীল পর্যায়ে রয়েছে, সেগুলো নিষ্পন্ন করার কাজ যথারীতি চলমান থাকবে। রবিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জনকণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করে জানায়, গত ১৮ মে গণবিজ্ঞপ্তি জারি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। ওই দিন জামুকার মহাপরিচালক মোঃ জহুরুল ইসলাম রোহেল স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৯তম সভার সিদ্ধান্ত মোতাবেক শুধুমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) ব্যতীত অন্য কোন ক্যাটাগরির মুক্তিযোদ্ধার গেজেটভুক্তির নতুন আবেদন করার সুযোগ নেই।
×