ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংলিশ প্রিমিয়ার লীগে শেষ দিনে আজ শিরোপার নিষ্পত্তি, সিটিজেনদের প্রতিপক্ষ এ্যাস্টন ভিলা, উল্ভারহাম্পটনকে আতিথ্য দিবে জার্গেন ক্লপের দল, টটেনহ্যাম-আর্সেনালের শীর্ষ চারের লড়াই

ম্যানচেস্টার সিটির উৎসব নাকি লিভারপুলের চমক?

প্রকাশিত: ০০:২৮, ২২ মে ২০২২

ম্যানচেস্টার সিটির উৎসব নাকি লিভারপুলের চমক?

জিএম মোস্তফা ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ এমনই। শেষ দিনেই আজ নিষ্পত্তি ঘটবে শিরোপার। ৩৭ ম্যাচ শেষে লীগ শিরোপা জয়ের দৌড়ে রয়েছে কেবল দুটি দল। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল। টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে দুইয়ে থাকা লিভারপুলের পয়েন্ট ব্যবধান মাত্র ১। ফলে ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ রয়েছে উভয় দলেরই। শেষ ম্যাচে পেপ গার্ডিওলার শিষ্যদের প্রতিপক্ষ আজ এ্যাস্টন ভিলা। নিজেদের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে এ্যাস্টন ভিলাকে আতিথ্য দিবে প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে লিভারপুলও ঘরের মাঠ এ্যানফিল্ডে স্বাগত জানাবে উল্ভারহাম্পটনকে। এ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যানচেস্টার সিটি যদি জিতে যায় তাহলে আর কোন পরিসংখ্যান ঘাঁটাঘাঁটির প্রয়োজন পড়বে না; পাঁচ বছরের মধ্যে চতুর্থ লীগ শিরোপা জয়ের উৎসবে মাতবে গার্ডিওলার দল। অন্যদিকে ড্র কিংবা হেরে গেলেই সুযোগ তৈরি হবে লিভারপুলের। সেক্ষেত্রে উল্ভারহাম্পটনের বিপক্ষে অবশ্যই জিততে হবে জার্গেন ক্লপের শিষ্যদের। যে কারণে এই ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। এমন এক ম্যাচের আগে আবেগ ধরে রাখাটা সত্যিই কঠিন বলে মন্তব্য করেছেন সিটিজেনদের কোচ। এ প্রসঙ্গে ম্যাচের আগের দিন রোমাঞ্চিত পেপ গার্ডিওলা বলেন, ‘এই ধরনের একটি ম্যাচের আগে নিজের আবেগকে ধরে রাখা অনেকটাই অসম্ভব। খেলোয়াড়রাও মানুষ, কিন্তু একইসঙ্গে বুঝতে হবে এটাই ফুটবল। যদিও এখানে অনেকেই মনে করে সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু আসলে বিষয়টি তা নয়।’ এর উদাহরণ তো কিছুদিন আগেই দেখা গেছে ক্লাব ফুটবলে। তাও আবার পেপ গার্ডিওলার দলই সেই ক্ষত নিয়ে ঘুরছে এখন। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যাচ শেষের দুই মিনিট আগেও সিটিজেনরা জানত তারা ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচটি জিততে চলেছে। কিন্তু সেই মুহূর্তেই রিয়াল মাদ্রিদ তা ভুল প্রমাণ করে ম্যাচটি জিতে ফাইনালের টিকেট নিশ্চিত করে নেয়। সেই ফাইনালেই আবার লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের আগে জার্গেন ক্লপের শিষ্যদের সামনে উৎসবে ভাসার সুযোগ এখন প্রিমিয়ার লীগই। তবে সেই সুযোগটা ম্যানসিটির হাতেই। অলরেডরা ইতোমধ্যেই দুটি শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। তাদের সামনে এখনও চার শিরোপা তথা কোয়াড্রপল জয়ের মাইলফলক। আজ লীগের শেষ ম্যাচের পর আগামী সপ্তাহেই প্যারিসের ফাইনালে মাঠে নামবে জার্গেন ক্লপের দল। অলরেডদের জন্য যা প্রকৃতপক্ষেই গর্বের। এ প্রসঙ্গে ক্লাবটির অভিজ্ঞ কোচ বলেন, ‘মৌসুমের শুরুতে যদি এমন হতো কেউ এসে বলছে তোমরা তিনটি কাপ ফাইনালে পৌঁছে গেছ এবং এখন লীগ শিরোপার জন্য মাঠে নামতে হবে। বিষয়টা চিন্তা করাও অসম্ভব। কিন্তু ছেলেরা আজ সেটাই বাস্তবে রূপ দিয়েছে। সমর্থকরাও আমাদের সঙ্গে সবসময়ই ছিল। তাদের জন্যও এটা একটি গর্বের মুহূর্ত। এখন আমাদের শেষ দুটি ম্যাচ উপভোগ করার বিষয়টি নিশ্চিত করতে হবে।’ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি যখন এ্যাস্টন ভিলার মুখোমুখি হবে তখন প্রতিপক্ষ বেঞ্চে কোচ হিসেবে দেখা যাবে লিভারপুলেরই সাবেক কিংবদন্তি ফুটবলার স্টিভেন জেরার্ডকে! শিরোপা জয়ের রোমাঞ্চকর দিনে এ বিষয়টিও বাড়তি উত্তেজনা ছড়াচ্ছে ফুটবলপ্রেমীদের। এ্যানফিল্ডের সুদীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ার জেরার্ডের। কিন্তু আক্ষেপ! কখনোই লীগ শিরোপা জয় করতে পারেননি। কিন্তু আজ যদি জেরার্ডের দল হারিয়ে দেয় সিটিজেনদের! অন্যদিকে লিভারপুল যদি জিতে যায় উল্ভারহাম্টনের বিপক্ষে! ফুটবলবোদ্ধাদের কেউ কেউ মনে করছেন পুরনো ক্লাবের দায়ভার কিছুটা হলেও ফিরিয়ে দেয়ার লক্ষ্যে সিটিকে আজ চ্যালেঞ্জ ছুঁড়েই দিতে পারেন জেরার্ড! প্রকৃতপক্ষেই এমনটা যদি লিখে রাখেন বিধি তাহলে তার আনন্দ ছুঁয়ে যাবে জেরার্ডকেও। এ প্রসঙ্গে তার ভাষ্যমতে, ‘আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব আমরা সেটাই করার চেষ্টা করব। আর এটা যদি পরোক্ষভাবে লিভারপুলকে সহযোগিতা করা হয় তবে তো বিষয়টি অবশ্যই আনন্দের। কিন্তু আমার মূল লক্ষ্য হচ্ছে এ্যাস্টন ভিলাকে পয়েন্ট উপহার দেয়া।’ লিভারপুল আর ম্যানচেস্টার সিটির দুটি ছাড়াও শেষ দিনে আরও ৮টি ম্যাচ দেখা যাবে প্রিমিয়ার লীগে। সিটি ও লিভারপুলের সঙ্গে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলা নিশ্চিত হয়ে গেছে চেলসির। চতুর্থ স্থানটির জন্য এখনও লড়াই রয়েছে টটেনহ্যাম হটস্পার ও আর্সেনাল। ইতোমধ্যেই রেলিগেটেড নরউইচ সিটির বিপক্ষে এক পয়েন্ট পেলেই চতুর্থ স্থান নিশ্চিত হয়ে যাবে স্পার্শদের। অন্যদিকে শেষ ম্যাচে এভারটনের বিপক্ষে আর্সেনালের শুধু জিতলেই হবে না তাকিয়ে থাকতে হবে টটেনহ্যামের হারের দিকেও। যে কারণেই আর্তেতার শিষ্যদের জন্য শেষ দিনের পরীক্ষাটা খুব কষ্টের!
×