ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে : শিল্পমন্ত্রী

প্রকাশিত: ১৯:২৭, ১৮ মে ২০২২

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে : শিল্পমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) সীমিত পুঁজি নিয়ে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করছে। সম্ভাবনাময় এখাত বিকাশের অনেক সুযোগ রয়েছে। নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যথাযথ শৃঙ্খলার মধ্যে আনতে হবে। নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বাংলাদেশ ব্যাংক (বিবি) এ ব্যাপারে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আগামী দিনগুলোতে এনবিএফআই বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে পাল্লা দিয়ে অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে। শিল্পমন্ত্রী আজ বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে দিনব্যাপী ‘এনবিএফআই মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। দৈনিক বণিক বার্তা এবং বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) যৌথভাবে এ মেলার আয়োজন করে। নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, এসব প্রতিষ্ঠানের কার্যক্রম গ্রাম পর্যায়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, ব্যাংকের পাশাপাশি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়নে বড় ভূমিকা রাখছে। এসব প্রতিষ্ঠান তাদের ঋণের পোর্টফলিওর ৩৫ শতাংশ পর্যন্ত এসএমই ঋণ দিয়ে আসছে, যা খুবই উৎসাহজনক। এক্ষেত্রে এসএমই খাত বিকাশে তারা আরো এগিয়ে আসবে বলে মন্ত্রী প্রত্যাশা করেন। বিএলএফসিএ’র চেয়ারম্যান মমিনুল ইসলাম, দৈনিক বর্ণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এবং বিএলএফসিএ ও বণিক বার্তার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী বলেন, দেশে এই প্রথম নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশ গ্রহণে আয়োজন করা হলো দিনব্যাপী ‘এনবিএফআই মেলা-২০২২’। এ মেলার মাধ্যমে দেশের মানুষ যেমন আর্থিক খাত সম্পর্কে আরো ভালোভাবে জানবে, তেমনি আর্থিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতাও আরো বাড়বে।
×