ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

‘দিনে ২ হাজার মানুষ ঢাকা আসে, ৭০ শতাংশই জলবায়ু অভিবাসী’

প্রকাশিত: ০১:৩১, ১৮ মে ২০২২

‘দিনে ২ হাজার মানুষ ঢাকা আসে, ৭০ শতাংশই জলবায়ু অভিবাসী’

জনকণ্ঠ ডেস্ক ॥ নিরাপদ অভিবাসন নিশ্চিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘মেয়র মাইগ্রেশন কাউন্সিল (এমএমসি)’ লিডারশিপ শীর্ষক এক আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন রিভিউ ফোরামের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামসহ বিশ্বের সাতটি শহরের মেয়র অংশগ্রহণ করেন। বৈঠকে ডিএনসিসিকে আগামী তিন বছরের জন্য ‘লিডারশিপ অব এমএমসি’তে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। খবর অনলাইনের। মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় মেয়র মোঃ আতিকুল ইসলাম বৈঠকে বক্তব্য দেন। তিনি বলেন, প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ ঢাকা আসে, তাদের মধ্যে ৭০ শতাংশ জলবায়ু অভিবাসী। যারা অপর্যাপ্ত খাবার পানির জন্য, ঘূর্ণিঝড় বা আকস্মিক বন্যার শিকার হওয়া, নদী ভাঙ্গন বা লবণাক্ততার অনুপ্রবেশের কারণে কৃষি জমি হারানোর কারণে বসবাসের স্থান পরিবর্তন করেছেন। অভিবাসীদের এই আগমন আমাদের পরিবেশ এবং পরিষেবা প্রদানের ক্ষমতার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তবে এটি অর্থনৈতিক উন্নয়নের একটি সুযোগও তৈরি করে। যদি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, বিশেষ করে গ্রিন সেক্টরে নতুন সম্ভাবনা তৈরি করবে। ডিএনসিসি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি এবং গ্লাসগোতে কপ-২৬ এ জলবায়ু উদ্বাস্তু এবং জলবায়ু অভিবাসীদের জন্য জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। ঢাকা উত্তর সিটিও এক্ষেত্রে কাজ করে যাচ্ছে। এই সপ্তাহে আমি ইউএন মাইগ্রেশন এবং রিফিউজি এজেন্সির সঙ্গে কাজ করতে নিউইয়র্ক সিটিতে এসেছি। তিনি বলেন, আমরা জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিকে ৭০টি স্থানীয় সরকারের প্রতিশ্রুতি প্রদান করছি। এটি অভিবাসীদের জীবনে পরিবর্তন আনবে এবং বিশ্বকে প্রতিশ্রুতি পূরণের পথে রাখবে।
×