ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক হৃৎপিন্ডে জোড়া লাগা দুই শিশু

প্রকাশিত: ২২:৫৮, ১৬ মে ২০২২

এক হৃৎপিন্ডে জোড়া লাগা দুই শিশু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার একটি বেসরকারী ক্লিনিকে বুক জোড়া লাগানো দুই কন্যাশিশু একটি হৃৎপিন্ড নিয়ে জন্ম নিয়েছে। শনিবার বিকেলে শ্যামনগর উপজেলার এম আর এ ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন সম্পন্ন করেন সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট প্রভাষক, ডাঃ মোঃ আনিছুর রহমান ও ডাঃ ফাতিমা ইদ্রিস ইভা। জন্মের পর দেখা যায় শিশু দুটির বুক জোড়া লাগানো থাকলেও এই যমজ শিশু দুটির হৃৎপিন্ড মাত্র একটি। ডায়াগনস্টিক সেন্টারে পরিচালক সোলাইমান হোসেন জানান, গরিব পরিবারের রোগী ভুরুলিয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের ফজর আলীর স্ত্রী তহুরা এই টুইন বেবির জন্ম দেন। পরিবারের পক্ষ থেকে শিশু দুটির বাবা ফজর আলী জানান, ডাক্তাররা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে নেয়ার পরামর্শ দিয়েছেন।
×