ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঘুষসহ গ্রেফতার বেবিচক কর্মকর্তার বিরুদ্ধে চার্জশীট অনুমোদন

প্রকাশিত: ০১:১১, ২৮ জানুয়ারি ২০২২

ঘুষসহ গ্রেফতার বেবিচক কর্মকর্তার বিরুদ্ধে চার্জশীট অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ ঘুষসহ হাতেনাতে গ্রেফতার হওয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সেই জুনিয়র লাইসেন্স পরিদর্শক ও কনসালট্যান্ট এইচএম রাশেদ সরকারের বিরুদ্ধে চার্জশীট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৯ সালের ৬ ডিসেম্বর ঘুষের এক লাখ টাকাসহ রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক তাহসিন মোনাবিল হক মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিচালক জাহিদ কালামের সুপারিশের ভিত্তিতে কমিশন থেকে চার্জশীট অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শীঘ্রই চার্জশীট আদালতে দাখিল করা হবে।
×