ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অর্থনীতি পুনরুদ্ধারে আরও তিন বছর লাগবে

প্রকাশিত: ২৩:২৮, ২৭ জানুয়ারি ২০২২

অর্থনীতি পুনরুদ্ধারে আরও তিন বছর লাগবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে কমপক্ষে আরও তিন বছর সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে, পুনরুদ্ধার সহজ ও টেকসই করতে দুর্নীতি বন্ধ, অদক্ষ প্রশাসনকে দক্ষ করে গড়ে তোলা এবং ব্যবসা-বাণিজ্যে অর্থায়নের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি দেশের সবাইকে করোনার ভ্যাকসিন দিয়ে জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনারও তাগিদ দেয়া হয়েছে। বুধবার সকালে ধানম-ির নিজস্ব কার্যালয়ে ‘বাংলাদেশ ব্যবসায় পরিবেশ-২০২১ : উদ্যোক্তা জরিপের ফলাফল’ প্রকাশ করেছে বেসরকারী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। ওই জরিপে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা এমন মতামত দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।? এতে বলা হয়, দেশের ব্যবসা-বাণিজ্যে বর্তমানে দুর্নীতি, অদক্ষ প্রশাসন ও অর্থায়নের সীমাবদ্ধতার মতো প্রধান তিন চ্যালেঞ্জ দেখা যাচ্ছে । এই সমস্যা বড় ব্যবসায়ীদের তুলনায় ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য আরও বেশি। পাশাপাশি করোনার পরে যে অর্থনৈতিক পুনরুদ্ধার হচ্ছে তা বৈষম্যমূলকভাবে হচ্ছে। করোনা পরবর্তী পুনরুদ্ধার হচ্ছে। তবে যে পুনরুদ্ধার দেখা যাচ্ছে তা আংশিক। জরিপে অংশ নেয়া ব্যবসায়ীরা বলেছেন, পুরোপুরি পুনরুদ্ধারে কমপক্ষে আরও তিন বছর সময় লাগবে। সিপিডির মতে, দুর্নীতি, অদক্ষ প্রশাসন ও অর্থায়নের সীমাবদ্ধতা দেশের ব্যবসার সম্প্রসারণের পথে মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এর বাইরে ট্যাক্স রেট সমস্যা, দক্ষ মানবসম্পদ গড়তে না পারা, স্বাস্থ্যসম্মত কর্ম পরিবেশ ও কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে না পারাকেও ব্যবসার সমস্যা হিসেবে দেখা দিয়েছে। দেশের ব্যবসায়ীরা বর্তমানে তিনটি বড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন। এতে মূল প্রবন্ধ তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, ৬৮ শতাংশ ব্যবসায়ী মনে করেন অদক্ষতা, দুর্নীতি, আর্থিক সমস্যা ব্যবসার প্রধান অন্তরায়। দুর্নীতির চ্যালেঞ্জ সবচেয়ে বেশি ৫২ শতাংশ বড় ব্যবসায়ীদের জন্য। ক্ষুদ্র উদ্যোক্তাদের শতভাগ এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যবসার ব্যয় সবার কাছে সমান নয়। ৬৩ শতাংশ ব্যবসায়ী মনে করেন করোনাকালে প্রণোদনা প্যাকেজ বণ্টন দুর্বল ছিল, আর ৪২ শতাংশ ব্যবসায়ী মনে করে দেশের অর্থনীতি চাপে রয়েছে। আগে দুর্নীতি অনেক ওপরে থাকতো, এখন এই তিনটি সমস্যাই প্রায় কাছাকাছি জায়গায় বিবেচিত হচ্ছে। এই তিনটি বিষয়ের সঙ্গে ব্যবসার ব্যয় বৃদ্ধি জড়িত। দক্ষ মানবসম্পদের অভাবে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।
×