ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বুদ্ধদেব ভট্টাচার্য ভারতের কেন্দ্রীয় সরকারের দেওয়া ‘পদ্মভূষণ’প্রত্যাখ্যান করেছেন

প্রকাশিত: ১১:৪৫, ২৬ জানুয়ারি ২০২২

বুদ্ধদেব ভট্টাচার্য ভারতের কেন্দ্রীয় সরকারের দেওয়া ‘পদ্মভূষণ’প্রত্যাখ্যান করেছেন

অনলাইন ডেস্ক ॥ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভারতের কেন্দ্রীয় সরকারের দেওয়া ‘পদ্মভূষণ’ গ্রহণ করবেন না । মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি নিজেই এ কথা জানান। সংবাদমাধ্যমে এক বিবৃতিতে বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়েছেন, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এ নিয়ে কেউ কিছু বলেনি। আমাকে যদি পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়ে থাকে, তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।’ সিপিআই (এম) এর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ‘পদ্মভূষণ পুরস্কারের জন্য মনোনীত বুদ্ধদেব ভট্টাচার্য তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। আমাদের কাজ জনগণের জন্য, পুরস্কারের জন্য নয়।’ যে বিজেপি-র ‘বিপদ’ সম্পর্কে বারংবার রাজ্যকে অবহিত করেছেন বুদ্ধদেব, জীবনের শেষপ্রান্তে এসে তিনি তাদের দেওয়া সম্মান নেবেন কি না, তা নিয়ে স্বাভাবিক ভাবেই কৌতূহল তৈরি হয়েছিল। কিন্তু বুদ্ধদেব নিজেই সেই জল্পনার অবসান ঘটিয়েছেন। মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদ্ম পুরস্কারে মনোনীত হওয়া ১২৮ জনের তালিকা প্রকাশ করে। বুদ্ধদেবকে ওই সম্মান দেওয়া হচ্ছিল ‘সামাজিক ক্ষেত্রে তার অবদান’-এর স্বীকৃতি হিসেবে।
×