ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় রেকর্ড শনাক্ত

প্রকাশিত: ২২:৫৯, ২৬ জানুয়ারি ২০২২

দক্ষিণ কোরিয়ায় রেকর্ড শনাক্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ দক্ষিণ কোরিয়ায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী ধরা পড়েছে। মঙ্গলবার দেশটিতে রেকর্ড ৮ হাজার ৫৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। মহামারী শুরুর পর দেশটিতে এটিই একদিনে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। দ্য কোরিয়া ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) এ তথ্য প্রকাশ করেছে। এদিকে বিশ্বব্যাপী করোনা শনাক্ত ৩৫ কোটি ৬০ লাখ ৮১ হাজার ৮৯ জন। মৃত্যু ৫৬ লাখ ২৫ হাজার জন। মোট সুস্থ হয়েছে, ২৮ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ২৫২ জন। খবর আলজাজিরা, বিবিসি ও ওয়ার্ল্ডোমিটার্সের। ধারণা করা হচ্ছে, করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রন দ্রুতগতিতে দেশটিতে ছড়িয়ে পড়ার কারণেই কোরিয়ায় সংক্রমণের এই উর্ধগতি। উল্লেখ্য, এরই মধ্যে দক্ষিণ কোরিয়ায় দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের ৯৫ শতাংশই টিকার দুই ডোজ নিয়েছেন। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫৮ শতাংশ মানুষ। ভারতে ওমিক্রন ঢেউ তীব্র হতে পারে ॥ ওমিক্রনের দাপটে ভারতে টানা পাঁচ দিন পর শনাক্তের সংখ্যা ৩ লাখের নিচে নামলেও আগামী সপ্তাহগুলোতে সংক্রমণ আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন। তারা বলছেন, দ্রত ছড়িয়ে পড়া এ ধরনটির ‘কমিউনিটি ট্রান্সমিশন’ হচ্ছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে শনাক্তের হার কমলেও হাসপাতালগুলোতে আরও বেশি রোগী দেখা যাচ্ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে কোভিড শনাক্ত হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৮৭৪ জনের মধ্যে। টানা পাঁচদিন পর এই সংখ্যা ৩ লাখের নিচে নেমেছে। সোমবার শনাক্তের হার ছিল ২০ দশমিক ৭ শতাংশ, মঙ্গলবার তা কমে ১৫ দশমিক ৫ শতাংশ হয়েছে। তবে মঙ্গলবার কোভিডে মৃত্যুর সংখ্যা আগের দিনের ৪৩৯ জন থেকে বেড়ে হয়েছে ৬১৪ জন। বিধিনিষেধ শিথিলের পথে নেদারল্যান্ডস ॥ করোনার সবচেয়ে সংক্রামক ধরন ওমিক্রনের প্রভাবে রেকর্ডসংখ্যক সংক্রমণ হলেও কোভিড বিধিনিষেধ শিথিল করছে নেদারল্যান্ডস। খুব শীঘ্রই দেশটির রেস্তরাঁ, পানশালা, থিয়েটার, সিনেমা হল খুলে দেয়া হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী মার্ক রুট ও স্বাস্থ্যমন্ত্রী আরনেস্ট কইপার্স এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ইউরোপের অন্যান্য দেশের মতো নেদারল্যান্ডসেও হু হু করে বাড়ছে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৪ হাজার ৬৩০ জন, যা উত্তরপশ্চিম ইউরোপের এই দেশটিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এছাড়া গত এক সপ্তাহে নেদার‌্যান্ডসে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪২ হাজার ৯৪৮ জন। ওমিক্রনের কারণে গত ডিসেম্বরের মাঝামাঝি করোনাবিধি কঠোর করেছিল নেদারল্যান্ডস।
×