ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার বাউবি’র সকল পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ২০:৪০, ২৪ জানুয়ারি ২০২২

এবার বাউবি’র সকল পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় এবার সকল ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ। সোমবার বিকেলে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন তুহিন। তিনি জানান, বাউবি পরিচালিত সিএসই, এইচএসসি (নিশ-২), এমবিএ এবং আগামী ২৮ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি (নিশ-১), এইচএসসি (নিশ-১), বিএ, বিএসএস এবং ল’ (অনার্স), বিবিএ, এমএ এন্ড এমএসএস (প্রিলিমিনারি এন্ড ফাইনাল) পরীক্ষাসহ চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ স্থগিত রাখার এ ঘোষণা দেওয়া হয়। স্থগিত এ সকল পরীক্ষার সংশোধিত তারিখ ও সময় সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে জানানো হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিতকৃত পরীক্ষার সংশোধিত তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
×