ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ৯টি ইটভাঁটিকে ১৮ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২০:৩৪, ২৪ জানুয়ারি ২০২২

কুষ্টিয়ায় ৯টি ইটভাঁটিকে ১৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় ১০টি অবৈধ ইটভাঁটিতে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়েছে। অভিযানে কাঠ পোড়ানোসহ বিভিন্ন অনিয়মের কারনে ৯ ইটভাঁটিকে মোট ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির একটি ইটভাঁটি ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার মিরপুর ও সদর উপজেলায় এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, ইট প্রস্তুত ও ভাঁটি স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী এসব ইটভাঁটিকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ভাই ভাই ব্রিক্স, এমআইএইচ ব্রিক্স ও এমএন্ডএস ব্রিক্সকে ৩ লাখ টাকা করে, কেপিবি ব্রিক্স ও আরপিকে ব্রিক্সকে ২ লাখ ৫০ হাজার টাকা করে, এইচএইচবি ব্রিক্সকে ১ লাখ ৫০ হাজার টাকা, এনবিসি ব্রিক্স ও এমসএসবি ব্রিক্সকে ১ লাখ টাকা করে এবং কেএইচবি ব্রিক্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক কমল কুমার বর্মনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
×