নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার শতবর্ষী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুরে নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এ নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন আব্দুল মন্নান (১ম), ইমদাদুল হক মিলন (২য়), জামাল মিয়া (৩য়), মোঃ আলহাজ মিয়া (৪র্থ)। এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে আম্বিয়া খাতুন নির্বাচিত হন।
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক সম্মেলন
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ‘বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারি শ্রমিক ইউনিয়ন’ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌরশহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সম্মেলন কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিন পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন। সম্মেলন উদ্বোধন করেন ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান খান। বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, কমরেড নজরুল ইসলাম প্রমুখ।