যৌন হয়রানির দায়ে সম্প্রতি ব্রিটিশ রাজ পরিবারের পদ-পদবি খুয়েছেন প্রিন্স এ্যান্ড্রু। তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় সন্তান। যুক্তরাষ্ট্রে যৌন হয়রানির মামলায় লড়ছেন তিনি। এবার কানাডায় প্রিন্স এ্যান্ড্রুুর নামে এক স্কুলের নামও বদলে ফেলা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, প্রিন্স এ্যান্ড্রুুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ও মামলার কারণে কানাডার নোভা স্কটিয়ার ডার্টমাউথের প্রিন্স এ্যান্ড্রুু উচ্চ বিদ্যালয়ের নাম বদলে ফেলা হবে। -সিএনএন