ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিজ জয়ের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলকে জরিমানা

প্রকাশিত: ২১:৫০, ২২ জানুয়ারি ২০২২

সিরিজ জয়ের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলকে জরিমানা

অনলাইন ডেস্ক ॥ ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে দক্ষিণ আফ্রিকা। জরিমানা করা হয়েছে দলটির ক্রিকেটারদের। আইসিসি শনিবার এক বিবৃতিতে জানায়, নির্ধারিত সময়ে এক ওভার বল কম করায় দক্ষিণ আফ্রিকা দলের সবাইকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ২০ শতাংশ হারে ম্যাচ ফি জরিমানা করা হয়। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা দায় স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। পার্লে শুক্রবারের ওই ম্যাচ ৭ উইকেটে জিতে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। রবিবার কেপ টাউনে হবে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে।
×