ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইয়েমেনের কারাগারে সৌদি হামলায় নিহত ৭০

প্রকাশিত: ১৩:৩৫, ২২ জানুয়ারি ২০২২

ইয়েমেনের কারাগারে সৌদি হামলায় নিহত ৭০

অনলাইন ডেস্ক ॥ ইয়েমেনের একটি কারাগারে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। শুক্রবার এ হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। হুথি বিদ্রোহীগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সাল থেকে যুদ্ধ করে আসছে সৌদি জোট। এ হামলার তদন্তের আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, উত্তেজনার শেষ হওয়া উচিত। খবর বিবিসি বাংলার। এ যুদ্ধে বহু মানুষ নিহত ও আহত হয়েছে, যার মধ্যে রয়েছে ১০ হাজারের বেশি শিশু। এছাড়া, বাস্তুচ্যুত হয়েছেন কোটি কোটি মানুষ তাদের। একইসঙ্গে দেশটির বেশিরভাগ মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছেন। সৌদি জোটের বিমান হামলার কয়েক ঘণ্টা পরেও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করছেন। তবে এ হামলায় আসলে কতজন নিহত হয়েছে, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে এমএসএফ চিকিৎসক মেডিসে সঁ ফ্রঁতিয়ে জানান, হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হুথি পরিচালিত টেলিভিশনে দেখানো হয়েছে, মানুষজন হামলার স্থলে খালি হাতে ইটপাথর সরিয়ে আহত-নিহতদের খুঁজছে। সেই সঙ্গে হাসপাতালগুলো আহত মানুষজনে ভরে গেছে। এমএসএফ জানিয়েছে, একটি হাসপাতালেই অন্তত ২০০ জন আহতকে ভর্তি করা হয়েছে। জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন। ইয়েমেনের দক্ষিণে আরেকটি বিমান হামলায় ফুটবল খেলার সময় নিহত হয়েছে ৩ শিশু। সেভ দ্য চিলড্রেনস জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত বন্দর নগরী হুদায়দাহে একটি টেলিযোগাযোগ ভবনে বিমান হামলা চালানো হয়েছে ওই হতাহতের ঘটনা ঘটে। একই সময় ইয়েমেনজুড়ে ইন্টারনেট যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেজন্য ওই হামলাকে দায়ী করেছে হুথি বিদ্রোহীরা। সৌদি আরব জানিয়েছে, তারা হুদায়দাহে বিমান হামলা করেছে। কিন্তু সাদায় হামলার বিষয়ে কোনো তথ্য জানায়নি। গত সোমবার সংযুক্ত আরব আমিরাতে হুতি বিদ্রোহীরা ড্রোন আর মিসাইল হামলা চালানোর পর জোট বাহিনী বিমান হামলা বাড়িয়ে দিয়েছে। হুথি বিদ্রোহীদের এ হামলা আমিরাতের তিনজন বেসামরিক বাসিন্দা নিহত হয়।
×