ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিডিইউ’র শিক্ষা কার্যক্রম সশরীরে বন্ধ ঘোষণা, হল খোলা রেখে চলবে অনলাইনে

প্রকাশিত: ২০:২৯, ২১ জানুয়ারি ২০২২

বিডিইউ’র শিক্ষা কার্যক্রম সশরীরে বন্ধ ঘোষণা, হল খোলা রেখে চলবে অনলাইনে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) সশরীরে শিক্ষা কার্যক্রম ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দু’সপ্তাহের জন্য বন্ধ থাকবে। তবে আবাসিক হল সমূহ খোলা রেখে শিক্ষা কার্যক্রম অনলাইনে অব্যহত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম শিমুল জানান, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে শুক্রবার মন্ত্রী পরিষদের জারীকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে একাডেমিক কমিটির এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ২১ জানুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দু’সপ্তাহের জন্য সশরীরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এছাড়াও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা রাখা এবং হলসমূহে ইন্টারনেট সেবা প্রদানের সিদ্ধান্ত ওই সভায় গৃহীত হয়। সভায় একাডেমিক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
×