ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উবাচ

প্রকাশিত: ২৩:১৯, ২১ জানুয়ারি ২০২২

উবাচ

ভরাডুবি হয়েছে স্টাফ রিপোর্টার ॥ বিএনপি এখন অপরাজনীতি করছে বলে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে তাদের নেতিবাচক ও উন্নয়নবিমুখ রাজনীতির ভরাডুবি হয়েছে। সম্প্রতি সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, নাসিক নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখরতা গণতন্ত্রের বিজয় বলে মনে করেন দেশের মানুষ। ওবায়দুল কাদের বলেন, নাসিক নির্বাচন নতুন বছরের শুরুতেই একটি বড় নির্বাচন ছিল। অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণ ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক অভিযাত্রার বিজয়। তাই এতদিন যারা নির্বাচন কমিশনের সমালোচনা করেছিল তারাও এখন এ নির্বাচনকে সেরা নির্বাচন বলে মনে করেন। সেই কদু! স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার ৫০ বছর পর হলেও বর্তমান সরকার নির্বাচন কমিশন নিয়োগে একটি আইন করছেন। বিএনপিও এক সময় আইন করার দাবি জানিয়ে ছিলেন। কিন্তু এখন আইন করার বিষয়টি নিয়ে বিরূপ মন্তব্য করছে দলটি। অতিসম্প্রতি দলের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশন নিয়োগে পচা আইন হতে যাচ্ছে। দলীয় স্বার্থে অনুগত নির্বাচন কমিশন গঠনের জন্য সরকারী প্রয়াসের ফলাফল হবে ‘যেই লাউ, সেই কদু’। সম্ভবত হতে যাচ্ছে একটি পচা কদু। নজরুল ইসলাম বলেন, আগে নির্বাচন কমিশন প্রশাসনিক কায়দায় গঠিত হয়েছে। আর এখন আইনী কায়দায় হবে। নির্বাচন কমিশন গঠনের জন্য যে খসড়া আইনে প্রস্তাব করা হয়েছে, সরকারী চাকরির দীর্ঘ অভিজ্ঞতা ছাড়া কেউ এটার সদস্য হতে পারবেন না। অর্থাৎ সিভিল সোসাইটির কেউ অথবা কোন শিক্ষাবিদ, বা আইনজ্ঞ এর সদস্য হতে পারবেন না। সান্ত¡না পুরস্কার! স্টাফ রিপোর্টার ॥ বিএনপির সুরে সুর মিলিয়ে জেএসডি সভাপতি আ স ম রবও নির্বাচন কমিশন গঠনের আইন নিয়ে সমালোচনা করছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের প্রস্তাবিত নির্বাচন কমিশন আইন সান্ত¦না পুরস্কার। কারণ আগেও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হতো, আর প্রস্তাবিত আইন পাস হলেও অতীতের মতো সার্চ কমিটির মাধ্যমেই কমিশন গঠন করা হবে। আ স ম রব বলেন, নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবিত আইন সার্চ কমিটিকে আইনী বৈধতা দেয়া ছাড়া আর কিছুই নয়। তাই আইনে গণতন্ত্রের আকাক্সক্ষা পূরণের নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই আইনটি হতে হবে জনস্বার্থে, সরকারের আজ্ঞাবাহী প্রতিষ্ঠান করার লক্ষ্যে নয়।
×