স্টাফ রিপোর্টার ॥ ইউএসএআইডি-এর ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি প্রকল্পের সাথে ভূমিজ-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং তারা আরো বেশ কয়েকটি অর্গানাইজেশন-এর সহযোগিতায় শাহপুর বাজারে সিএনজি বাসস্ট্যান্ডের নারী-পুরুষ এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ ফ্যাসিলিটি দিয়ে একটি পাবলিক টয়লেট স্থাপন করেছে। .
একটি অনাড়ম্বর অনুষ্ঠানে মাধ্যমে এটি বাজারের বণিক সমিতির হাতে হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি নিজামউদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপুরের রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোজিৎ বালা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় বাজার ব্যবস্থাপনা কমিটির, বনিক সমিতি কমিটির সদস্যবৃন্দ,নারী ইউপি মেম্বার এবং এই প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট এবিটি অ্যাসোসিয়েটস, আইডিই জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিনিধিগণ।