ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিষয় : বিজ্ঞান অধ্যায় : চতুর্দশ (জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ) মোঃ আনোয়ার হোসেন

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০১:৫৫, ১৯ জানুয়ারি ২০২২

পঞ্চম শ্রেণির পড়াশোনা

সহকারী শিক্ষক কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : ১। জনসংখ্যা বৃদ্ধি পেলে কিসের চাহিদা বাড়বে? উত্তর: জনসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা ইত্যাদির চাহিদা বাড়বে। ২। জনসংখ্যার ঘনত্ব কাকে বলে? উত্তর : প্রতি একক জায়গায় বসবাসরত মোট জনসংখ্যাকে ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব বলে। ৩। বর্তমানে পৃথিবীতে কত লোক বসবাস করে? উত্তর : বর্তমানে পৃথিবীতে প্রায় ৭০০ কোটি লোক বসবাস করে। ৪। ৪০ বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে কত গুণ হয়েছে। উত্তর : ৪০ বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ৫। হাইব্রিড গাড়ির একটি বৈশিষ্ট্য লেখ? উত্তর : হাইব্রিড গাড়ি একটি বৈশিষ্ট্য হলো-এই গাড়ি বিদ্যুৎ ও তেল উভয় জ্বালানি ব্যবহার করে চলতে পারে। ৬। মাটি ও পানি উভয়কে দূষিত করে এমন দুটি জিনিসের নাম লেখ। উত্তর : মাটি ও পানি উভয়কে দূষিত করে এমন দুটি জিনিসের নাম হলো রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার। ৭। বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার। উত্তর : বাংলাদেশের ক্ষেত্রফল ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। ৮। ভূমিক্ষয়ের একটি কারণ লেখ? উত্তর : ভূমিক্ষয়ের একটি কারণ হলো বনভূমি ধ্বংস। ৯। অনবায়নযোগ্য শক্তির একটি বিকল্পের নাম লেখ? উত্তর : অনবায়নযোগ্য শক্তির একটি বিকল্প হলো সৌর প্যানেল। ১০। বায়ু দূষণের একটি কারণ উল্লেখ কর। উত্তর : বায়ু দূষণের একটি কারণ হলো কলকারখানা এবং যানবাহন থেকে নির্গত ক্ষতিকর গ্যাস। কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর : ১। প্রাকৃতিক সম্পদের ওপর চাপ বাড়ার প্রধান কারণ কী? জনসংখ্যার দ্রুত বৃদ্ধি মানুষের মৌলিক চাহিদা সমূহের উপর কী ধরণের প্রভাব ফেলবে যে সম্পর্কে চারটি বাক্য লেখো। উত্তর : প্রাকৃতিক সম্পদের ওপর চাপ বাড়ার প্রধান কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি মানুষের মৌলিক চাহিদাসমূহের ওপর যে ধরনের প্রভাব ফেলবে তা নিম্নরূপ : র. খাদ্য, বস্ত্র, বাসস্থান, ভূমি ইত্যাদিরÑঘাটতি দেখা দিবে। রর. মানুষ সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হবে। ররর. চিকিৎসা ও শিক্ষার সুযোগ কমে যাবে। রা. প্রাকৃতিক সম্পদের পরিমাণ কমে যাবে। ২। পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির পাঁচটি ক্ষতিকর প্রভাব লেখ। উত্তর : পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির পাঁচটি ক্ষতিকর প্রভাব নিম্নরূপ : র. বাড়তি শস্য উৎপাদন এবং পশু পালনের জন্য মানুষ বন উজাড় করছে। রর.বাড়িঘর রাস্তাঘাট এবং কলকারখানা তৈরিতে ও অধিক জমি ব্যবহার করছে। ররর. বনভূমি ধ্বংসের ফলে বাস্তুসংস্থানের পরিবর্তন হয়। রা. বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় এবং ভূমি ধ্বস হয়। া. জীবের আবাসস্থল ধ্বংস হয় এবং জীব ধীরে ধীরে বিলুপ্ত হয়। ৩। জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা তিনটি বাক্যে লেখ। উত্তর : জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা তিনটি বাক্যে নিচে দেওয়া হলো : র. জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টিসম্পন্ন, রোগ প্রতিরোধী এবং অধিক উৎপানশীল সফল উদ্ভাবন করা হচ্ছে। রর. সৌর প্যানেল আনবায়নযোগ্য শক্তির বিকল্প হিসেবে কাজ করে। ররর. দক্ষ মানব সম্পদ তৈরিতে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
×