ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ২১ জন আটক

প্রকাশিত: ১৬:৩৪, ১৮ জানুয়ারি ২০২২

ঝিনাইদহে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ২১ জন আটক

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ২১ জনকে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার সকালে মহেশপুর সীমান্তের শুন্যলাইন থেকে মাটিলা বিওপির বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান, বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় বিজিবি সদস্যরা ২১ জনকে আটক করেছে। তার মধ্যে ৪ জন নারী, ১২ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশী নাগরিক। আটককৃতরা হলো, নড়াইলের নড়াগাতি থানার মন্ডলী গ্রামের সজীব শেখ (৩৪), আমেনা খাতুন (২৮), আরোবী (০৬ মাস), ঈশীতা (২২), গোপালগঞ্জ মকসুদ পুরের উজানি গ্রামের দিপংকর সরকার (২১), যশোর বেনাপোলের দুর্গাপুর গ্রামের সোহরাব মন্ডল (৩৩), কেশবপুর থানার পাত্রপাড়া গ্রামের রাকিবুল সরদার (৩০), নাজমা বিবি (২৩), সাতক্ষীরা কলারোয়ার শ্রীপতিপুর গ্রামের রাবিয়া খাতুন (৩৮), ঝিকরগাছার বানইচাদপুর গ্রামের পারুল খাতুন (৪০), আফশীন (০১), আফরীন (০৩), নগুনাথপুরবাকী গ্রামের নাছিমা খাতুন (২৮), শংকরপুর বাঘছাড়া গ্রামের জাহিদা বেগম (৩২), রিহান (০৮), লাবনী খাতুন (১৩), মনিরামপুর সাতনল খানপুরের মাছাঃ জাহানারা খাতুন (৩৮), আগেরআটি গ্রামের সালমা খাতুন (৩৫), বাগেরহাট মোল্লাহাটের দাড়িলা বাজারের তানজীলা বেগম (৩৬), খুলনা ফুলতলা মিস্ত্রিপাড়ার বকুল বেগম (৪০), ও বরগুনা আমতলীর বাইনগুনিয়া গ্রামের সোহাগী (২৭)। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে গ্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
×