অনলাইন ডেস্ক ॥ দীর্ঘ ১৮ বছরের সংসার জীবনের ইতি টানলেন তামিল চলচ্চিত্র সুপারস্টার ধানুশ। সোমবার(১৭ জানুয়ারি) রাতে এক টুইট বার্তায় স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। ঐশ্বরিয়া ভারতের আরেক মহাতারকা রজনীকান্তের মেয়ে।
ধানুশ টুইটারে লেখেন, ‘আমাদের ১৮ বছরের পথচলায় বন্ধু, দম্পতি, বাবা-মা এবং একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা থেকেছি। এই যাত্রা লম্বা হয়েছে বোঝাপড়া এবং মানিয়ে নেওয়ায়। আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়েছি, যেখানে আমাদের পথ আলাদা। ঐশ্বরিয়া ও আমি দম্পতি হিসাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
পাশাপাশি তিনি এও জানান, এই সিদ্ধান্তের পর যেন ভক্তরা তাদের প্রতি সম্মান রাখেন।
২০০৪-এর ১৮ নভেম্বর রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যকে বিয়ে করেছিলেন ধানুশ। ২০০৬-এ তাদের ঘরে পুত্রসন্তানের জন্ম নেয়। ২০১০-এ আসে আরও এক সন্তান।সূত্র: ইন্ডিয়া টুডে।