ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আমতলীতে ৭ টি অবৈধ ইটভাটিতে অর্থদন্ড ও বন্ধের ১ ঘন্টা পরে পুনরায় চালু

প্রকাশিত: ১৭:১৩, ১৭ জানুয়ারি ২০২২

আমতলীতে ৭ টি অবৈধ ইটভাটিতে অর্থদন্ড ও বন্ধের ১ ঘন্টা পরে পুনরায় চালু

নিজস্ব সংবাদদাতা, আমতলী,বরগুনা ॥ আমতলী উপজেলার ৭ টি অবৈধ ড্রাম চিমনী ইটভাটিতে অর্থদন্ড ও বন্ধের ১ ঘন্টা পরে পৃুনরায় ইটভাটির মালিকরা চালু করেছে। এতে এলাকাবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত স্থায়ীভাবে অবৈধ ৭টি ইটভাটা বন্ধের দাবী জানিয়েছেন । জানাগেছে, আমতলী উপজেলায় এডিবি, মৃধা, ফাইভ স্টার, এমকেএস, এইচআরটি, এসএসবি ও এমসিকে নামের ৭ টি ড্রাম চিমনী ইটভাটিতে কাঠ দিয়ে অবৈধভাবে ইট পুড়ে আসছে। রবিবার ওই ইট ভাটিগুলোতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক পরিদর্শন শেষে প্রত্যেক ইটভাটির মালিককে দুই লক্ষ টাকা করে ১৪ লক্ষ টাকা অর্থদন্ড করেন এবং একই সাথে ইটভাটিগুলো বন্ধের নির্দেশ দেন। কিন্তু ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড ও বন্ধের নির্দেশনার ১ ঘন্টা পরে পুনরায় মালিকরা ইটভাটিগুলো পুনরায় চালু করেছে। বন্ধের নির্দেশনার ১ ঘন্টা পরে পুনরায় ইটভাটি চালুর করায় এলাকাবাসীর মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা দ্রুত স্থায়ীভাবে ইটভাটিগুলো বন্ধের দাবী জানিয়েছেন। সোমবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, ইটভাটির মালিকরা পুনরায় ইটভাটি চালু করে ইট পোড়াচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইটভাটি বন্ধ ও জরিমানা করে চলে যাওয়ার পরপরই ইটভাটির মালিকরা পুনরায় ইটভাটিগুলো চালু করেছে। তারা আরো বলেন, ম্যাজিস্টেটের চেয়েও ইটভাটির মালিকরা শক্তিশালী। নইলে তারা যাওয়ার পরপরই কিভাবে আবার ইটভাটি চালু করলো। দ্রুত স্থায়ীভাবে ইটভাটি বন্ধের দাবী জানিয়েছেন তারা। মৃধা ইটভাটির ম্যানেজার মোঃ জসিম মিয়া বলেন, শ্রমিকদের বেতন দিতেই আবার চালু করেছি। তবে দ্রুত ইটভাটি বন্ধ করে দেব। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুল হালিম বলেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে সাতটি ইটভাটিতে জরিমানা শেষে বন্ধ করে দিয়েছে। পুনরায় চালু করলে আবারো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×