ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি বিষয় : বাংলা ভাষা ও সাহিত্য

প্রকাশিত: ০০:০৭, ১৭ জানুয়ারি ২০২২

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি বিষয় : বাংলা ভাষা ও সাহিত্য

১। ‘বাংলা ব্যাকরণ’ কে রচনা করেন? ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায় গ) মুহম্মদ শহীদুল্লাহ ঘ) মুহম্মদ এনামুল হক উত্তর: গ) মুহম্মদ শহীদুল্লাহ ২। পদ বলিতে কী বুঝায়? ক) কবিতার চরণ খ) যে কোন শব্দ গ) প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু ঘ) বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু উত্তর: ঘ) বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু ৩। ‘লাঠালাঠি’- শব্দটি নিচের কোন সমাস? ক) দ্বন্দ্ব খ) বহুব্রীহি গ) কর্মধারয় ঘ) তৎপুরুষ উত্তর: খ) বহুব্রীহি ৪। ভানু সিংহ কার ছদ্মনাম? ক) রবীন্দ্রনাথ ঠাকুরের খ) সত্যেন্দ্রনাথ দত্তের গ) প্রমথ চৌধুরীর ঘ) টেকচাঁদ ঠাকুরের উত্তর: ক) রবীন্দ্রনাথ ঠাকুরের ৫। ‘কাশবনের কন্যা’-কোন জাতীয় রচনা? ক) নাটক খ) উপন্যাস গ) কাব্য ঘ) ছোট গল্প উত্তর: খ) উপন্যাস ৬। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? ক) দীনেশ চন্দ্র সেনগুপ্ত খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায় গ) মুহম্মদ শহীদুল্লাহ ঘ) সুকুমার সেন উত্তর: ক) দীনেশ চন্দ্র সেনগুপ্ত ৭। কোন বানানটি শুদ্ধ? ক) শুশ্রুষা খ) সুশ্রুষা গ) শুশ্র‍ুষা ঘ) সুশ্রুসা উত্তর: গ) শুশ্রুষা ৮। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে- ক) সংস্কৃত খ) পালি গ) প্রাকৃত ঘ) অপ্রভ্রংশ উত্তর: গ) প্রাকৃত ৯। কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা? ক) ভাষার ইতিবৃত্ত খ) আধুনিক ভাষাতত্ত্ব গ) মনীষা মঞ্জুষা ঘ) বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান উত্তর: গ) মনীষা মঞ্জুষা ১০। ‘সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে’- এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? ক) বিশেষ্য খ) বিশেষণ গ) সর্বনাম ঘ) বিশেষণের বিশেষণ উত্তর: ক) বিশেষ্য ১১। ‘পদাবলী’ র প্রথম কবি কে? ক) শ্রীচৈতন্য খ) বিদ্যাপতি গ) চন্ডীদাস ঘ) জ্ঞানদাস উত্তর: গ) চন্ডীদাস ১২। ‘ঠোঁট কাটা’ - বলতে বুঝায়? ক) অহংকারী খ) স্পষ্পভাষী গ) মিথ্যাবাদী ঘ) পক্ষপাতপুষ্ট উত্তর: খ) স্পষ্পভাষী ১৩। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়- ক) দুই ভাগে খ) তিন ভাগে গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে উত্তর: খ) তিন ভাগে ১৪। দোভাষী পুঁথি বলিতে কী বোঝায়? ক) দুই ভাষায় রচিত পুঁথি খ) আঞ্চলিক ভাষায় রচিত পুঁথি গ) কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি ঘ) তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি উত্তর: গ) কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি ১৫। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) সত্যেন্দ্রনাথ দত্ত গ) কাজী নজরুল ইসলাম ঘ) জসীমউদ্দিন উত্তর: ক) রবীন্দ্রনাথ ঠাকুর লেখক : প্রফেসর মোঃ ইকরামুল হক কোর্ডিনেটর, শিক্ষাসাগর ও প্রাক্তন সদস্য বিসিএস (সাঃ শিঃ
×