সংবাদদাতা, বোয়ালখালী ॥ চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৫টি সরস্বতী প্রতিমা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে এর আগে এমন ঘটনা বোয়ালখালীর এই প্রতিমালয়ে ঘটেনি বলে জানিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার রাত থেকে ভোর পর্যন্ত সময়ে উপজেলার পূর্ব শাকপুরার লালার হাটে প্রতিমা তৈরির কারখানাটিতে এ ঘটনা ঘটেছে। আসন্ন সরস্বতী পূজা উপলক্ষে মৃৎ শিল্পী বাসু দেব পাল এসব প্রতিমা বিক্রির জন্য গড়েছিলেন।
উল্লেখ্য, ব্রিটিশ আমল থেকেই ওই অঞ্চলে বাসু দেবের পূর্বপুরুষরা প্রতিমা তৈরি করে আসছেন। তবে এর আগে কখনও এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেসব প্রতিমা ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা এর বেশিরভাগই অগ্রিম বায়না নেয়া।
এ বিষয়ে মৃৎশিল্পী বাসু দেব পাল জানান, প্রতিবছর প্রতিমা গড়ে আসছি। কখনই এমন ঘটনা দেখিনি। শনিবার সকালে ৩৫টি সরস্বতী প্রতিমা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়। যার অধিকাংশই ক্রেতাদের কাছ থেকে অগ্রীম বায়না নেয়া। ব্রিটিশ আমল থেকে প্রতিমা গড়ে আসছিলেন আমার বাবা মৃৎ শিল্পী হরিপদ পাল। এরই ধারাবাহিকতায় আমরা এ শিল্প অব্যাহত রেখেছি। আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, এ উপলক্ষে প্রতিমাগুলো বানানো হচ্ছিল।