ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাম্বা নৃত্য নিয়ে সৌদিতে উত্তেজনা, তদন্তের নির্দেশ

প্রকাশিত: ২২:৫০, ১৫ জানুয়ারি ২০২২

সাম্বা নৃত্য নিয়ে সৌদিতে উত্তেজনা, তদন্তের নির্দেশ

সৌদি আরবের জাজান শহরের রাস্তায় তিন বিদেশী আফ্রিকান নারী ব্রাজিলের ঐতিহ্যবাহী পোশাক পরে সাম্বা নাচ নিয়ে দেশটির রক্ষণশীল সমাজে নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অর্ধনগ্ন নারীদের এ নাচের ভিডিও ছড়িয়ে পড়লে মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। খবর আরব নিউজের। কারণ মুসলিমদের পবিত্রতম দুটি মসজিদ দেশটিতে অবস্থিত। এই নাচের ভিডিও গত সপ্তাহ থেকে সৌদির সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। স্বল্পবসন পরে রক্ষণশীল সৌদিতে এমন নাচ করায় সমালোচনার ঝড় উঠেছে। জাজান উইন্টার ফেস্টিভাল উপলক্ষে উৎসবের আয়োজকরা ওই নাচের আয়োজন করে। সৌদি আরবের রাষ্ট্রনিয়ন্ত্রিত টিভি চ্যানেল এল-আকবরিয়াতেও সাম্বা নাচের ওই ফুটেজ প্রচার করা হয়। দেশে-বিদেশে প্রচণ্ড সমালোচনার মুখে শেষ পর্যন্ত এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন জাজানের গবর্নর যুবরাজ মোহাম্মদ বিন নাসের।
×