ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সার্ভেয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ২২:৪৩, ১৫ জানুয়ারি ২০২২

সার্ভেয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার ॥ সম্পদের তথ্য গোপনসহ ৩০ লাখ ৭০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার মোঃ আতাউর রহমানের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক জনকণ্ঠকে সত্যতা স্বীকার করে জানান, দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী শিগগিরই মামলাটি দায়ের করবেন। অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার মোঃ আতাউর রহমান, বর্তমানে প্রেষণে কেরানীগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত।
×