ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নজরদারি বৃদ্ধির দাবি

রোহিঙ্গা ক্যাম্পে রাতে চলে সন্ত্রাসীদের রাজত্ব

প্রকাশিত: ২১:৫৪, ১৫ জানুয়ারি ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে রাতে চলে সন্ত্রাসীদের রাজত্ব

স্টাফ রিপোর্টার, কক্সবাজার/ সংবাদদাতা, উখিয়া ॥ আশ্রয় ক্যাম্প অভ্যন্তরে ও বাইরে রোহিঙ্গাদের ফোন বন্ধ করে দেয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রাতের আঁধারে আতঙ্কের অঙ্গরাজ্য হিসেবে পরিণত হয়। রাত হলে ক্যাম্পগুলোতে রাজত্ব কায়েম করে আরশাসহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ। ক্যাম্প দখল ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে তারা। প্রত্যাবাসনের পক্ষে সোচ্চার জনপ্রিয় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা এবং উখিয়ার একটি মাদ্রাসায় সন্ত্রাসী হামলায় ৬ রোহিঙ্গা নিহতের পর অপরাধীরা ধরা না পড়ায় ক্যাম্পে সক্রিয় হয়ে পড়েছে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপগুলো। এ কারণে সন্ধ্যার পর একান্ত প্রয়োজন ছাড়া তাদের কক্ষ থেকেই বের হতে চাইছে না ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা। মুহিবুল্লাহর নেতৃত্বে মিয়ানমারে ফিরে যেতে ইচ্ছুক সাধারণ রোহিঙ্গারা নিরাপত্তাহীনতায় আছে বলে জানা গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, প্রত্যাবাসন প্রক্রিয়া বন্ধ করতেই মিয়ানমারের পৃষ্ঠপোষকতায় রোহিঙ্গাদের সন্ত্রাসী গ্রুপগুলো আরও সক্রিয় হয়ে উঠছে। মুহিবুল্লাহ হত্যা, মাদ্রাসায় হামলার মাধ্যমে তারা ক্যাম্পে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। রোহিঙ্গা সন্ত্রাসীদের অপতৎপরতা থামাতে না পারলে হুমকির মুখে পড়বে উখিয়া টেকনাফ।
×