ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ম্যারাথনে রাস্তা বন্ধ রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তি

প্রকাশিত: ২৩:২৩, ১১ জানুয়ারি ২০২২

ম্যারাথনে রাস্তা বন্ধ রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাতিরঝিলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ম্যারাথনের কারণে রাজধানীজুড়ে যানজটের সৃষ্টি হলেও রামপুরা, মহাখালী, বাড্ডা লিংক রোড, মালিবাগ রেলক্রসিং, তেজগাঁও শিল্পাঞ্চল ও মগবাজার এলাকায় বেশি দেখা গেছে। এসব এলাকায় একদিকের সড়ক বন্ধ থাকায় যানজটের মাত্রাও ছিল বেশি। এতে সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মজীবী ও শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। ম্যারাথন দলটি সকাল সাড়ে ৫টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২ ও গুলশান-১ অতিক্রম করে হাতিরঝিলে প্রবেশ করে। এ উপলক্ষে ভোর ৪টা থেকে এসব সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। পুরো হাতিরঝিলেও যান চলাচল বন্ধ ছিল। যদিও সাময়িক রাস্তা বন্ধ থাকার বিষয়টি আগাম ঘোষণা দিয়ে জানিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
×