ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কর্মক্ষেত্রে দুর্ঘটনা

গত বছর মারা গেছেন এক হাজার ৫৩ শ্রমিক

প্রকাশিত: ০০:৫৭, ১০ জানুয়ারি ২০২২

গত বছর মারা গেছেন এক হাজার ৫৩ শ্রমিক

জনকণ্ঠ ডেস্ক ॥ ২০২১ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১ হাজার ৫৩ শ্রমিক নিহত এবং ৫৯৪ শ্রমিক আহত হয়েছেন। নির্যাতনের শিকার হয়েছেন ১৪৭ জন, নির্যাতনে আহত হয়েছেন ১২৫ শ্রমিক। এছাড়া বিভিন্ন সেক্টরে ৪৩১টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১৭২টি তৈরি পোশাক খাতে। খবর অনলাইনের। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) ‘বাংলাদেশের শ্রম ও কর্মক্ষেত্র পরিস্থিতি বিষয়ে সংবাদপত্রভিত্তিক বিলস জরিপ-২০২১’-এ এসব তথ্য উঠে এসেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেন বিলসের তথ্য কর্মকর্তা মামুন অর রশিদ।
×