ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিজ জিততে মুখিয়ে আছে দল

প্রকাশিত: ০০:০৭, ৯ জানুয়ারি ২০২২

সিরিজ জিততে মুখিয়ে আছে দল

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের মাটিতে আগের ৫ বার সফরে গিয়ে ৩ ফরমেটে ৩২ ম্যাচ খেলে স্বাগতিকদের কাছে সবই হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এবার ঘটেছে ব্যতিক্রম। সিরিজের প্রথম টেস্ট জিতে এখন সিরিজ জয়ের হাতছানি। সেজন্য ক্রাইস্টচার্চ টেস্ট ড্র করলেই হবে। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো দাবি করেছেন, সিরিজ জিততে মুখিয়ে আছে বাংলাদেশের ক্রিকেটাররা। তবে এটিই শেষ নয়, ডোমিঙ্গো মনে করেন আরও অনেক দূর যেতে হবে এবং টেস্টে উন্নতি করতে হবে টাইগারদের। মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক এক ঘটনার জন্ম দিয়েছে। আর এই ম্যাচের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের ক্রিকেটাররা মুখিয়ে আছেন সিরিজ জিততে। এ বিষয়ে ডোমিঙ্গো বলেন, ছেলেরা খুব উপভোগ করেছে, কারণ অতীতে নিউজিল্যান্ডে তাদের দুঃসময় গেছে আর নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল। তাদের হারাতে হলে অনেক ভাল খেলতে হয়। অভিজ্ঞ কয়েকজন আসেনি যারা আগে নিউজিল্যান্ডে খেলেছে। এই তরুণরা বাংলাদেশের ক্রিকেটে লম্বা ক্যারিয়ার গড়তে চায়। তারা অনেক উদ্যমী। নিউজিল্যান্ডে আগে বাংলাদেশের কোন দলই সিরিজ জিততে পারেনি। তারা এখন এটার জন্য উদগ্রীব হয়ে আছে। ছেলেরা বিশেষ কিছু করতে চায়। তারা ফুরফুরে মেজাজে আছে। এমন সুযোগ বারবার আসে না। অনেক ব্যর্থতা পেরিয়ে অবশেষে সাফল্যের মুখ দেখেছে বাংলাদেশ দল। তবে ডোমিঙ্গো মনে করেন ওয়ানডে ক্রিকেটের মতো টেস্টেও অনেকদূর যেতে হলে ধারাবাহিক হওয়া জরুরী। তিনি বলেন, টেস্টে আমাদের আরও অনেকদূর যেতে হবে। ওয়ানডেতে আমরা প্রত্যেক দলের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। তবে ধারাবাহিক হতে হলে আরও অনেক দূর যেতে হবে। সব ফরমেটেই কঠিন কিছু সময় পার করেছি আমরা। এই ফলাফল ছেলেদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ। অনেক পরিশ্রম করেছে, পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তাদের কৃতিত্ব না দিয়ে উপায় নেই। ক্রাইস্টচার্চে পেসারদের জন্য পুরোপুরি সহায়ক হবে উইকেট। নিজ দলের পেসারদের নিয়ে আত্মবিশ্বাসী ডোমিঙ্গো জানালেন টস জয়ী দল প্রথমেই বোলিং নেবে এই উইকেটে। এ বিষয়ে তিনি বলেন, আমাদের কয়েকজন মানসম্পন্ন পেসার আছে। খুব কম সময়ই বাংলাদেশ ঘাসের উইকেটে সুবিধা নেয়ার কথা ভাবতে পারে। আমাদের তিন পেসার অনেক উঁচু মানের, তারা আত্মবিশ্বাসী। শুরুতে বোলিং করতে পারলে আশা করি তাদের ঘায়েল করতে পারব। নতুন বল ব্যবহারের জন্য প্রথম দিন অনেক গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড টস জিতলে বোলিং করতে চাইবে, আমরাও চাইব। নিউজিল্যান্ড মানসম্পন্ন দল, তবে দ্বিতীয় ম্যাচের আগে একটু নার্ভাস থাকবে। জয় নিয়ে সিরিজ ড্র করতে চাইবে। ঘরের মাঠ বলে একটু চাপেও থাকবে।
×