ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোটে জিতেই ইউএনওকে হুমকি

প্রকাশিত: ২১:৪৫, ৮ জানুয়ারি ২০২২

ভোটে জিতেই ইউএনওকে হুমকি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ও পঞ্চগড় ॥ নৌকাবিরোধী একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কার করেও রাজশাহীর বাগমারায় তাদের দমানো যায়নি। ফলে গেল ইউপি নির্বাচনে এ উপজেলায় নৌকার ভরাডুবি হয়েছে। উপজেলার ১৬ ইউনিয়নের মধ্যে ১১টিতেই পরাজিত হয়েছেন নৌকার প্রার্থীরা। এর পেছনে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিদ্রোহীদের উস্কানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নে ভোটে জিতেই ইউএনওকে অশ্লীল ভাষায় গালাগালসহ হুমকি দেয়ার ভিডিও ভাইরাল হয়েছে। রাজশাহীর বাগমারা উপজেলায় ভোটের মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে কাজ করা আওয়ামী লীগ নেতাদের এরই মধ্যে চিহ্নিতও করা হয়েছে। উপজেলার মাড়িয়া ইউনিয়নে এবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার বিদ্রোহী রেজাউল করিম। নির্বাচিত হওয়ার পরদিনই তাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দিয়েছেন উপজেলার তাহেরপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দ-পাল ইউনিয়নে নির্বাচন পরবর্তী আনন্দ মিছিলের সভা থেকে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অশ্লীল ভাষায় গালাগালসহ খাগড়াছড়ি-বান্দরবানে বদলি করে দেয়ার হুমকি দিয়েছেন এক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান। সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একজন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের এ ধরনের আক্রমণাত্মক কুরুচিপূর্ণ বক্তব্যে পঞ্চগড়ের প্রশাসনে বিরূপ প্রতিক্রিয়াসহ তোলপাড় সৃষ্টি হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান আজগর আলীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রত্যয় হাসান জনকণ্ঠকে বলেন, ফেসবুকে আমি ওই নবনির্বাচিত চেয়ারম্যানের বক্তব্যটি দেখেছি এবং শুনেছি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
×