ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিতু হত্যা মামলা

সাবেক স্বামী বাবুল আক্তারের জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০১:৫১, ৬ জানুয়ারি ২০২২

সাবেক স্বামী বাবুল আক্তারের জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন নামঞ্জুর হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারী কৌঁসুলি মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন চৌধুরী। তিনি জানান, বাবুল আক্তারের জামিন চেয়ে তার আইনজীবী আবেদন করেছিলেন আদালতে। রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। এদিকে গত ৩০ ডিসেম্বর মহানগর হাকিম আদালতে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের নিজের করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই মেট্রোর পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক। আদালত আগামী ৯ জানুয়ারি বাবুলের উপস্থিতিতে এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেছেন।
×