ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

একজন সৃষ্টিশীল শিক্ষক বিশ্ববিদ্যালয়কে আলোকিত করতে পারে ॥ ইবি ভিসি

প্রকাশিত: ১৪:২৬, ৮ ডিসেম্বর ২০২১

একজন সৃষ্টিশীল শিক্ষক বিশ্ববিদ্যালয়কে আলোকিত করতে পারে ॥ ইবি ভিসি

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জন ও বিতরণের জায়গা নয়, এটি জ্ঞান সৃষ্টির জায়গা। একজন বড় মাপের সৃষ্টিশীল শিক্ষক পুরো বিশ্ববিদ্যালয়কে আলোকিত এবং উজ্জ্বল করতে পারেন।’ আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভিসি বলেন, ‘শুদ্ধাচার নৈতিকতা এবং সততার দ্বারা উৎসারিত এবং নিয়ন্ত্রিত। এর দ্বারা আমরা পারিপার্শ্বিকতাকে প্রভাবিত করতে পারি। ব্যক্তিগত জীবনে, পরিবারের সদস্যদের সাথে, প্রতিবেশের সাথে শুদ্ধাচার চর্চার মাধ্যমে আমরা দুর্নীতিমুক্ত, আলোকিত একটি সমাজ তৈরি করতে পারি।’ কর্মশালার এপিএ টিমের আহ্বায়ক প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমানের সভাপতিত্ব করেন। এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার ড. নওয়াব আলী খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ে গঠিত কমিটির সদস্যরা, ই-নথি বাস্তবায়নের ফোকাল পয়েন্ট এবং সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা এ কর্মশালায় অংশ নেন।
×