ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৯, ৮ ডিসেম্বর ২০২১

২১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ টানা বৃষ্টির কারণে মিরপুর টেস্ট প্রথম দুই দিন ৬৩.২ ওভার খেলা হয়। তৃতীয় দিন খেলা হয়নি। গতকাল পাকিস্তান চতুর্থদিনে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩০০ রানে ইনিংস ঘোষণা করে। পাকিস্তান খেলে ৯৮.৩ ওভার। জবাবে বাংলাদেশ গতকাল প্রথম ইনিংসে ২৬ ওভার খেলে ৭৬ রান করতেই হারায় ৭ উইকেট। সাকিব ২৩ রানে অপরাজিত ছিলো তাই অনেকে আশা করেছিলো বাংলাদেশ ফলো-অনে পড়বে না।কিন্তু আজ হাতাশ করেছে ব্যাটসম্যনরা। বাংলাদেশ অলআউট হয়েছে ৮৭ রানে। সাকিব ৩৩ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে গেলে বাংলাদেশকে কঠিন পরিক্ষার সামনে পড়তে হয়।বাংলাদেশের পক্ষে শান্ত করেন ৩০ রান। পাকিস্তানের সাজিদ ৪২ রানে নিয়েছেন ৮ উইকেট। ফলে ২১৩ রান পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শরু করেছে।
×