ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ধারবাহিক ‘বউ দৌড়’ শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ২৩:৫৪, ৬ ডিসেম্বর ২০২১

ধারবাহিক ‘বউ দৌড়’ শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ গ্রামের মানুষের জীবিকা নির্ভর নাটক ‘বউ দৌড়’। মানস পালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সামস্ করিম। পরিচালক জানান, এক গ্রামের মানুষগুলোর জীবনে একটি অন্যরকম মোচড় আসে যখন আশিক শিকদার ডি ভি লটারিতে আমেরিকায় গিয়ে দীর্ঘ দশ বছর পর দেশে ফিরে আসে। বউ দৌড় প্রতিযোগিতার আয়োজক আশিকের বড় ভাই রোকনের মেয়ে লিজার স্বাস্থ্য এতই শীর্ণকায় যে ইচ্ছা থাকলেও তার স্বামী জিহাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে লিজাকে বেশি বেশি খেয়ে অবশ্যই স্বাস্থ্য বাড়াতে হবে। যেটা মোটেও সহজ কোন কাজ নয়। গ্রামের সবচেয়ে মোটা স্ত্রী হাসানের। সে ঘরজামাই থাকে। তার স্ত্রী রমিজা এতই মোটা যে স্বাস্থ্য না কমিয়ে হাসানের পক্ষেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আদৌ সম্ভব নয়। এমনিভাবে যার স্ত্রীর সঙ্গে বনিবনা হয় না কিংবা স্ত্রীকে যে সদ্য তালাক দিয়েছে তারও কষ্টের সীমা থাকে না। বউ দৌড় প্রতিযোগিতা হবে জানার পর থেকেই এলাকার স্ত্রীদের খুব কদর বেড়ে যায়। সবাই তার স্ত্রীর খুব তোয়াজ খাতির শুরু করে দেয়। এভাবেই এগিয়ে যাবে ধারাবাহিক নাটক ‘বউ দৌড়’। তারকাবহুল নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া, শামীম জামান প্রমুখ। আজ সোমবার থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে ‘বউ দৌড়’ নাটকটি। প্রতি সপ্তাহে দুইদিন সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে।
×