ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

১৬ জানুয়ারি আমরা প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেব ॥ আইভী

প্রকাশিত: ২১:৪০, ৪ ডিসেম্বর ২০২১

১৬ জানুয়ারি আমরা প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেব ॥ আইভী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নৌকার বিজয় উপহার দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, জনগণই তার সকল শক্তির উৎস। জনগণের ভোটে তিনি পুণরায় মেয়র নির্বাচিত হবেন। শনিবার বিকেলে সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে আনন্দ মিছিল শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এর আগে ডাঃ সেলিনা হায়াৎ আইভী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পন করেন। পরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মীরা শহরে আনন্দ মিছিল করেন। মিছিল শেষে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নৌকার প্রার্থী ডাঃ আইভী বলেন, নারায়ণগঞ্জের জনতাই তার সকল শক্তির উৎস। সাধারণ মানুষ ও দল সবসময় তার পাশে ছিল। তারা পাশে ছিলেন বলেই কোনো পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করেননি। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাধারণ জনগণের হৃদয়ের স্পন্দন বুঝতে পেরেই তাকে নৌকার মনোনয়ন দিয়েছেন বলেও মন্তব্য করেন সেলিনা হায়াৎ আইভী। সেলিনা হায়াৎ আইভী গত দুই দফা সিটি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। গত ২০১৬ সালে প্রথমবারের মতো নৌকার প্রার্থী হয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এইবারও নৌকার প্রার্থী হয়েছেন তিনি। কয়েকদিনের মধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলেও জানিয়েছেন বর্তমান সিটি মেয়র। ডা. আইভী ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের আরও তিনজন নেতা দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছিলেন। মনোনয়নবঞ্চিত নেতাদের দলের স্বার্থে নৌকা প্রার্থীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আইভী বলেন, ‘নারায়ণগঞ্জে নৌকার স্বার্থে, প্রধানমন্ত্রীর স্বার্থে আমরা একসাথে সকলে মিলে কাজ করবো। আমি সকলকেই এই আহ্বান জানাচ্ছি। আমরা সকল ধরণের ভেদাভেদ ভুলে গিয়ে নেত্রীর পাশে দাঁড়াবো। নৌকার পাশে দাঁড়ানো মানেই নেত্রীর পাশে দাঁড়ানো। নৌকার পাশে থাকা মানেই আমাকে এখন জয়যুক্ত করা। নৌকা এখন উন্নয়নের মার্কা। জনতার মার্কা। জনতার মার্কাকে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ।’ এর আগে কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এ্যাড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, কার্যকরী সদস্য মো. শহীদুল্লাহ, জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, মহানগর যুবলীগের সহসভাপতি কামরুল হুদা বাবু। প্রধানমন্ত্রীর প্রতি মেয়র ডাঃ আইভীর কৃতজ্ঞতা প্রকাশ : আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আবারও নৌকা তুলে দেয়ায় নাসিক মেয়র ও জেলা আওয়ামলীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ সেলিনা হায়াৎ আইভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রতিক্রিয়ায় বর্তমান মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী শুক্রবার রাতে গণমাধ্যমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নারায়ণগঞ্জবাসীর স্পন্দন শুনে ও নারায়ণঞ্জের মানুষের আবেগকে প্রাধান্য দিয়ে নৌকা আমার হাতে তুলে দিয়েছেন। এইজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। অবশ্যই নারায়ণগঞ্জবাসী আগামী ১৬ জানুয়ারি তাঁকে আরেকটি বিজয় তুল দিবে ইনশাল্লাহ। এই ৫০ বছরের বিজয়ের মাসের পর আরেকটি বিজয় তুলে দিবে। তিনি বলেন, আমার দল আওয়ামীলীগের প্রতি ও নমিনেশন বোর্ডের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের ঝুলছে রঙ্গিন পোষ্টার ব্যানার ফেষ্টুন : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা মনোয়ন জমা দেয়ার প্রস্তুতি গ্রহণ করছেন। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা তফসিল ঘোষণার আগ থেকেই হাট-বাজার, রাস্তা-ঘাটে, অলি-গলি, আনাচে-কানাচে, গাছে, বৈদ্যুতিক খুঁটিতে, বাসস্ট্যান্ড বাড়ির ছাদে, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলোর আশপাশে নির্বাচনে অংশ নিতে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও পোষ্টার ঝুলিয়ে দিয়েছেন। এখনও ঝুলছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের পোষ্টার, ব্যানার ও ফেষ্টুন। এবার সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীর মধ্যে সাবেক, বর্তমান কাউন্সিলর ছাড়াও নতুন নতুন মুখও দেখা যাচ্ছে। তফসিল ঘোষণার আগ থেকেই সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানাভাবে আগাম নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন।
×