ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চার সমুদ্র বন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সঙ্কেত

প্রকাশিত: ০১:১৬, ৪ ডিসেম্বর ২০২১

চার সমুদ্র বন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সঙ্কেত

স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর শুক্রবার রাতে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এ পরিণত হয়েছে। এটি ধেয়ে আসছে উপকূলের দিকে। আজ শনিবার ভোরে ভারত উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। তাই দেশের চার সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলারসহ নৌযানকে সাবধানে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ভারতে ঝড়ো বৃষ্টি হয়েছে, বাংলাদেশের উপকূলীয় এলাকা সুন্দরবন, খুলনা ও সাতক্ষীরাসহ আশপাশের এলাকায় তীব্র ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশে তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে অভিজ্ঞ মহল মনে করছেন। ঘূর্ণিঝড় জাওয়াদ মোকাবেলায় ইতোমধ্যেই সরকারের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপকূলীয় জেলাগুলোর ডিসিদের নেতৃত্বে বিভিন্ন কার্যক্রম শুরু হয়ে গেছে বলে জানা যায়।
×