ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইরাকের উত্তরাঞ্চলে আইএসের হামলা ॥ অন্তত ১৩ জন নিহত

প্রকাশিত: ১৮:২৯, ৩ ডিসেম্বর ২০২১

ইরাকের উত্তরাঞ্চলে আইএসের হামলা ॥ অন্তত ১৩ জন নিহত

অনলাইন ডেস্ক ॥ ইরাকের উত্তরাঞ্চলে একটি গ্রামে ইসলামিক স্টেটের (আইএস)হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন। আজ শুক্রবার মাখমুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন গ্রামটির বাসিন্দা, ১০ জন কুর্দি সেনা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, মাখমুরে আইএস যোদ্ধারা ব্যাপক সক্রিয়, প্রায়ই তাদেরকে কুর্দি বাহিনী, ইরাকি সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা করতে দেখা যায়। কুর্দিস্তানের সশস্ত্র বাহিনী পেশমেরগা এক বিবৃতিতে জানিয়েছে, আইএস জঙ্গিরা গ্রামটিতে হামলা চালিয়ে সেখানকার তিন বাসিন্দাকে হত্যা করার পর পেশমেরগা যোদ্ধারা সেখানে গেলে সংঘর্ষ বেধে যায়, এতে কুর্দি বাহিনীর ১০ সেনা নিহত হয়। এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি তারা। হামলার দায় স্বীকার করে আইএসও এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইরাকের যে এক তৃতীয়াংশ আইএসের দখলে ছিল, তার মধ্যে মসুলের মতো বড় শহর যেমন ছিল, তেমনি ছিল মাখমুরের মতো প্রত্যন্ত অঞ্চলও।
×