ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টঙ্গী থেকে অপহৃত ৫ মাসের শিশু ফরিদপুর থেকে উদ্ধার

প্রকাশিত: ২১:২৮, ২ ডিসেম্বর ২০২১

টঙ্গী থেকে অপহৃত ৫ মাসের শিশু ফরিদপুর থেকে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গীর আরিচপুর থেকে অপহৃত আয়েশা সিদ্দিকা নামে ৫ মাসের এক শিশুকে ফরিদপুর থেকে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এই ঘটনায় জোৎসনা আক্তার (৩২) নামে এক অপহৃতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানার হলরুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মহানগর দক্ষিণ পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাসিবুল আলম। তিনি জানান, গত ২৪ নবেম্বর ৫ মাস বয়সী শিশুটি টঙ্গী আরিচপুরের বেলতলা থেকে হারিয়ে গেলে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারন ডায়েরী করেন শিশুর মা পান্না আক্তার। ডায়রীর সুত্র ধরে গাজীপুর মহানগর দক্ষিণ অপরাধ পুলিশের উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিশের দিক নির্দেশনায় টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ ও এসআই লিটন শরিফ অভিযান শুরু করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় শিশুর মায়ের জবানবন্দী বিশ্লেষণ করে ফরিদপুরের ভাঙ্গা থানার মালিগ্রাম এলাকা থেকে বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, অপহৃত জোৎসনা আক্তার আত্মীয় পরিচয়ে গত ১৯ নভেম্বর টঙ্গীর পূর্ব আরিচপুরের বেলতলা এলাকায় পান্না আক্তারের বাসায় বেড়াতে আসেন। দুই দিন পর ২১ নবেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে টঙ্গীর আরিচপুর এলাকার পান্না আক্তারের পাঁচ মাস বয়সী শিশু কন্যাকে নিয়ে চলে যায় জোৎসনা আক্তার। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জোৎসনা বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে থাকে। পরে শিশুটির মা গত ২৪ নবেম্বর টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
×