ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন সাইফ

প্রকাশিত: ০১:৫১, ২ ডিসেম্বর ২০২১

মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন সাইফ

স্পোর্টস রিপোর্টার ॥ টাইফয়েডে আক্রান্ত হওয়ার কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার সাইফ হাসান। চট্টগ্রাম টেস্টে খেলার পর থেকেই তার টাইফয়েডের লক্ষণ দেখা যায়। এরপর দলের সঙ্গে তিনি ঢাকায় ফেরেন বুধবার। তখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সাইফের ব্যাপারে কিছু জানানো হয়নি। অবশেষে এদিন রাতে ল্যাবরেটরি টেস্টের ফল আসার পর নিশ্চিত হয়েই সাইফের মিরপুর টেস্টে না খেলার বিষয়টি জানিয়েছে বিসিবি। তাকে বিসিবির তত্ত্বাবধানেই চিকিৎসা চালানো হবে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে খেলেছেন সাইফ। কিন্তু ডানহাতি এই ওপেনার তেমন সুবিধা করতে পারেননি। দুই ইনিংসেই প্রায় একইভাবে পেসারদের বাউন্সারে উইকেট হারিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ১২ বলে ৩ চারে ১৪ এবং দ্বিতীয় ইনিংসে ৩৪ বলে ৩ চারে ১৮ রান করেন সাইফ। দুই ইনিংসেই তাকে শর্ট অব লেন্থের বলে কুপোকাত করেছেন ডানহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটে হারে বাংলাদেশ। এরপর চার্টার্ড করা ফ্লাইটে দলের সঙ্গে ঢাকায় ফেরেন সাইফ জ্বর নিয়ে। ল্যাবরেটরিতে তার টেস্ট করানোর পর নিশ্চিত হয় শরীরে টাইফয়েড জীবাণুর উপস্থিতি রয়েছে। তাই অসুস্থতার জন্য মিরপুর টেস্টে তার খেলা হচ্ছে না। ইতোমধ্যেই অবশ্য দ্বিতীয় টেস্টের জন্য ২০ জনের যে দল ঘোষণা করেছে বিসিবি তাতে বিকল্প হিসেবে টি২০ ওপেনার মোহাম্মদ নাইম শেখকে অন্তুর্ভুক্ত করা হয়েছে। এবারই প্রথম নাইম টেস্ট দলে ডাক পেয়েছেন। সে কারণে সাইফের পরিবর্তে আর কাউকে দলে নেয়ার প্রয়োজন হবে না।
×