ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু : হাসপাতালে ভর্তি আরও ৬৯ রোগী

প্রকাশিত: ২২:০১, ৩০ নভেম্বর ২০২১

ডেঙ্গু : হাসপাতালে ভর্তি আরও ৬৯ রোগী

অনলাইন রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন, আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। মঙ্গলবার (৩০ নবেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কন্ট্রোল রুম জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৩৭৩ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি আছেন ২৬৮ জন, আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ১০৫ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২৭ হাজার ২২২ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬ হাজার ৭৫১ জন। কন্ট্রোল রুম জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৯৮ জন।
×