ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষ

প্রকাশিত: ২৩:০১, ২৯ নভেম্বর ২০২১

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থিত দু’পক্ষের সংঘর্ষে ৩ পুলিশ কনস্টেবলসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সেসময় ৮ থেকে ১০টি বাড়ি ভাংচুর করা হয়েছে। রবিবার দুপুরের দিকে শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের বিপ্রবকদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, শৈলকুপার হাকিমপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে মনিরুজ্জামান সাচ্চু মাস্টার ও বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান জিকু শিকদারের মধ্যে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে জিকু শিকদার চেয়ারম্যানের লোকজন সাচ্চু মাস্টারের ছেলে তৌফিক জোয়ারদারসহ কয়েকজনকে মারধর করে। এ নিয়ে সাচ্চু মাস্টারের লোকজন চেয়ারম্যান জিকু শিকদারকে মারপিট করে। এ খবর ছড়িয়ে পড়লে কয়েক গ্রামের কয়েক হাজার মানুষ ঢাল, ভেলা, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেসময় পুলিশ কনস্টেবল সিহাব, খাদমুল ও ইকবালসহ ২০ জন আহত হয়। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিবদমান দু’গ্রুপের লোকজনই আওয়ামী লীগ সমর্থিত বলে তিনি জানান। এঘটনার পর এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকেই। পরিস্থিতি বর্তমানে শান্ত বলে পুলিশ জানিয়েছে।
×