ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ২৩:১৩, ২৬ নভেম্বর ২০২১

ঝলক

৫ টাকা এনে দেবে লাখ টাকা! পুরোনো পাঁচ টাকার নোট থাকলে পাওয়া যাবে লাখ টাকা। এই সুযোগ করে দিচ্ছে ভারতীয় মুদ্রা কেনাবেচার কয়েকটি ওয়েবসাইট। ভারতীয় মুদ্রার পাঁচ টাকার পুরোনো নোট বা কয়েন নিলামে তুলে লক্ষাধিক টাকা উপার্জনের সুযোগ পেতে মানতে হবে কয়েকটি শর্ত। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, পুরোনো ওই পাঁচ টাকার নোটের পেছনের দিকে ট্রাক্টর চালাচ্ছেন এক চাষী এমন ছবি থাকতে হবে। শুধু তাই নয়, নোটের ওপর ৭৮৬ নম্বর লেখাটাও থাকা জরুরী। কারও কাছে থাকা সেই পাঁচ টাকার নোটের পরিষ্কার একটা ছবি তুলে নোট এবং কয়েন কেনাবেচা সংক্রান্ত ওয়েবসাটে আপলোড করতে হবে। সেই ছবি আপলোড হলেই নিলাম শুরু হবে। আর এখান থেকেই যে কেউ আয় করতে পারে লক্ষাধিক টাকা। -ইয়াহু নিউজ লটারি জিতে মহাকাশে বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণে নেমেছে ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের কোম্পানি ভার্জিন গ্যালাকটিক। এই প্রতিষ্ঠানের দুটি টিকেট লটারিতে জিতেছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ এ্যান্টিগুয়া ও বারবুডার স্বাস্থ্য পরামর্শক কেইশা শাহাফ। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ১৭ বছর বয়সী মেয়েকে নিয়ে মহাকাশ ভ্রমণে যাবেন। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানির প্রথম পর্যটকবাহী রকেটে মহাকাশে যাওয়ার সুযোগ মিলবে এই টিকেটে। টিকেট দুটির মূল্য ১০ লাখ মার্কিন ডলার। স্থানীয় সময় বুধবার ভার্জিন গ্যালাকটিক ওই নারীর টিকেট জয়ের কথা জানিয়েছে। কেইশা শাহাফ বলেন, দুই টিকেট জেতা ওই নারীর বয়স ৪৪ বছর। তার মেয়ে বিজ্ঞানের শিক্ষার্থী, পড়াশোনা করছে যুক্তরাজ্যে। মেয়েটির স্বপ্ন, একদিন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হয়ে কাজ করবে সে। তাই মেয়েকে নিয়ে মহাকাশে যেতে চান কেইশা। ভার্জিন গ্যালাকটিক জানিয়েছে, এই লটারিতে প্রায় ১ লাখ ৬৫ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। তাদের মধ্য থেকে একজন দুটি টিকেট জিতেছেন। -এএফপি
×