ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আপীল খারিজ

রাজারবাগ পীরের সম্পদ ও জঙ্গী সম্পৃক্ততার তদন্তে বাধা নেই

প্রকাশিত: ০০:৪৫, ২৭ অক্টোবর ২০২১

রাজারবাগ পীরের সম্পদ ও জঙ্গী সম্পৃক্ততার তদন্তে বাধা নেই

স্টাফ রিপোর্টার ॥ রাজারবাগ পীরের সিন্ডিকেট নিয়ে দুদক, সিআইডি ও সিটিটিসিকে তদন্ত করতে বলা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আপীল খারিজ হয়ে গেছে। ফলে বহাল থাকল রাজারবাগের পীর ও তার পৃষ্ঠপোষকতায় ‘উলামা আঞ্জুমান বাইয়্যিনাত’ বা ভিন্ন কোন নামে জঙ্গী সংগঠন আছে কি না, তা খতিয়ে দেখে প্রতিবেদন দেয়াসহ নির্দেশনা সংবলিত হাইকোর্টের আদেশ। অন্যদিকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকর গেমস বন্ধের রুলের শুনানিতে পক্ষভুক্ত হতে চেয়ে ফ্রি ফায়ার গেমসের প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুরের গ্যারিনা অনলাইন প্রাইভেট লিমিটেডের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছেন। রাজারবাগের পীরের সম্পদ ও জঙ্গী সম্পৃক্ততার তদন্ত চলতে বাধা নেই। পীরের সিন্ডিকেট নিয়ে দুদক, সিআইডি ও সিটিটিসিকে তদন্ত করতে বলা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আপীল খারিজ হয়ে গেছে। মঙ্গলবার আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপীল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
×