ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেকর্ড বইয়ে মুজিব জাদরান

প্রকাশিত: ০০:১৬, ২৭ অক্টোবর ২০২১

রেকর্ড বইয়ে মুজিব জাদরান

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে পা রেখেই ইতিহাসের পাতা ওলট-পালট করে দিয়েছেন মুজিব উর রহমান (মুজিব জাদরান)। শারজায় ৪ উইকেটে ১৯০ রান করে আফগানিস্তান। জবাবে ১০.২ ওভারে ৬০ রানে অলআউট স্কটল্যান্ড হারে ১৩০ রানে। ৪ ওভারে ২০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন অফস্পিনার মুজিব। তিনি এখন টি২০ বিশ্বকাপে ম্যাচে ৫ উইকেট নেয়া প্রথম আফগান বোলার। ২০১৬ সালে হংকংয়ের বিপক্ষে মোহাম্মদ নবির ৪/২০- ছিল আগের সেরা। এছাড়া টি২০ বিশ্বকাপে অভিষেকেই ৫ উইকেট নেয়ার প্রথম ও অনন্য কীর্তি গড়েছেন মুজিব। যেটি এতদিন ছিল মার্ক গিলেস্পির দখলে, ৪/৭- ২০০৭ সালে, কেনিয়ার বিপক্ষে। রেকর্ড হয়েছে দলীয় ক্ষেত্রেও। ১৩০ রানের এই জয় আফগানদের টি২০তে সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল ১০২ রানের, ২০১৩ সালে, কেনিয়ার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকাও ১৩০ রানে স্কটল্যান্ডকে হারায় ২০০৯ সালের বিশ্বকাপে। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ১৭২ রানে জিতেছিল শ্রীলঙ্কা, যা এখন পর্যন্ত রেকর্ড। ম্যাচে ৬০ রানে অলআউট হয়েছে স্কটল্যান্ড। টি২০তে স্কটিশদের এটিই দলীয় সর্বনিম্ন। আর টি২০ বিশ^কাপে সর্বোপরি কোনো দলের এটি চতুর্থ সর্বনি¤œ।
×