ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় মাদক বিক্রেতার ১০ বছর কারাদন্ড

প্রকাশিত: ১৯:১১, ২৬ অক্টোবর ২০২১

খুলনায় মাদক বিক্রেতার ১০ বছর কারাদন্ড

ষ্টাফ রিপোটার, খুলনা অফিস ॥ খুলনায় মাদক মামলায় আইয়ুব আলী শরীফ নামের এক মাদক বিক্রেতাকে ১০ বছরের সশ্রম করাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম দেয়া হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। আদালত সূত্র জানায়, ২০০৯ সালে ১২ নবেম্বর আইয়ুব আলী শরীফ একটা ব্যাগে করে ৪০ বোতল ফেন্সিডিল নিয়ে নগরীর গল্লামারী ব্রিজ পার হচ্ছিল। এ সময় ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট মনিরুজ্জামানের সন্দেহ হলে তাকে তল্লাশি করে। তল্লাশিকালে তার হাতে থাকা ব্যাগের মধ্য থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন সার্জেন্ট মনির বাদী হয়ে নগরীর সোনাডাঙ্গা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কাজী সাব্বির আহমেদ।
×