ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিক্ষকদের বেতন বৈষম্য

৪৫ দিনের মধ্যে দরখাস্ত নিষ্পত্তি করার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০১:২৬, ২৫ অক্টোবর ২০২১

৪৫ দিনের মধ্যে দরখাস্ত নিষ্পত্তি করার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ২০১০ এবং ২০১২ সালের সহকারী শিক্ষকদের মধ্যে সৃষ্ট বেতন বৈষম্য দূর করা সংক্রান্ত রিটকারীদের দরখাস্ত নিষ্পত্তি করার জন্যে আদেশ দিয়েছেন হাইকোর্ট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আগামী ৪৫ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার জন্যে বলেছেন আদালত। এ সংক্রান্ত রিট পিটিশনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
×