ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাঝে মধ্যে পাপন ভাইয়ের পরামর্শ খারাপ নয়, ভাল ॥ সাকিব

প্রকাশিত: ১০:৪৩, ২০ অক্টোবর ২০২১

মাঝে মধ্যে পাপন ভাইয়ের পরামর্শ খারাপ নয়, ভাল ॥ সাকিব

অনলাইন ডেস্ক ॥ বোর্ড সভাপতি হলেও সংবাদমাধ্যমের মুখোমুখি হলে নাজমুল হাসান কখনও হয়ে যান কোচ, কখনও নির্বাচক, কখনও আবার ক্রিকেট বিশ্লেষক। ক্রিকেটারদের প্রকাশ্য সমালোচনা করতেও তার জুড়ি নেই। এজন্য সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাধারণ ক্রিকেট অনুসারীদের সমালোচনাও হয় প্রচুর। তবে নিজের এসব কাণ্ডের একজন তারকা সমর্থক পেয়ে গেলেন তিনি। সাকিব আল হাসানের মতে, বোর্ড প্রধানের এসব মতামত কখনও কখনও ভালোই। বিসিবি সভাপতি হিসেবে ৯ বছরের দায়িত্বে নিয়মিতই এসব করে চলেছেন নাজমুল হাসান। যেটির সবশেষ নমুনা দেখা যায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ দল স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর। মাসকাটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি হারের দায় দেন তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে। এছাড়াও একাদশ নির্বাচন, ব্যাটিং অর্ডার, দলের কৌশলসহ আরও মাঠের ক্রিকেটের আরও নানা কিছু নিয়ে কথা বলেন তিনি। মঙ্গলবার ওমানের বিপক্ষে দলের জয়ে ম্যান অব দা ম্যাচ সাকিবের কাছে জানতে চাওয়া হয় বোর্ড সভাপতির এসব পরামর্শ_অভিমত নিয়ে। সাকিব বললেন, তারাও বোর্ড প্রধানের পরামর্শ অনুসরণের চেষ্টা করেন।
×