ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেঘনায় ট্রলার ডুবি ॥ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

প্রকাশিত: ২২:০৭, ১৮ অক্টোবর ২০২১

মেঘনায় ট্রলার ডুবি ॥ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ঝড়ের কবলে পড়ে ভোলার দক্ষিণে চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে ৯ যাত্রীসহ সবজি বোঝাই ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় জুনায়েদ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে ট্রলার মালিক স্বপন (৩০) ও তার মা বিলকিছ বেগম (৫০)। রবিবার দুপুর ১টার দিকে হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে কুকরীমুকরী ইউনিয়নের চর পাতিলার ট্রলারটি ডুবে যায়। কুকরীমুকরী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেন মহাজন জানান, দুপুরে চর পাতিলা থেকে স্বপন মাঝির ট্রলারটি সবজিসহ ৯ জন যাত্রী নিয়ে কচ্চপিয়া ঘাটের উদ্দেশে রওনা করে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পাতিলা সংলগ্ন মেঘনা নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক জুনায়েদ নামের ৩ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ট্রলার মালিক স্বপন ও তার মা বিলকিছ। অন্য ট্রলারের সহায়তায় ৬ যাত্রী জীবিত উদ্ধার হয়েছে।
×